শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ০৩:১২ পিএম, ২০২০-১০-০১
মাত্র ভোর হলো। চারপাশ জেগে উঠতে শুরু করেছে।
২টা জমজ মেয়েকে খুন করা হয়েছে। মেয়ে ২টার বয়স ১৩ বছর। দুই বোন এক রুমে ঘুমাচ্ছিলো। সকালে তাদের গলা কাটা লাশ পাওয়া যায়। বাবা মা পাশের রুমে ঘুমাচ্ছিলেন। সকাল ৭টায় বুয়া আসে বাসায়। মেয়েদের স্কুল আছে। সকালে মা মেয়েদের ঘরে ঢুকেই দেখতে পান কে যেন তাদের মেয়ে ২টাকে গলা কেটে খুন করেছে। সারা বিছানায় রক্ত দিয়ে ভরা। রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। অথচ বাবা মা পাশের রুমেই ঘুমাচ্ছিলেন। তারা কোনো প্রকার শব্দ পান নি।
মেয়ের বাবা মা চিৎকার করে কাঁদছেন।
মেয়ের মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়লেন। তাদের আদরের কলিজার টুকরা ২টা সন্তান। মেয়ের বাবা একজন ডাক্তার। মা গৃহিণী। সুন্দর সুখের সংসার। সবচেয়ে বড় কথা তাদের কোনো শত্রু নেই। তাছাড়া বাইরে থেকে কোনো লোক তাদের ফ্লাটে প্রবেশ করতে পারবে না। নিচে দারোয়ান আছে। এবং তাদের ফ্লাটে দরজায় তিনটা তালা। এমন কি কলাপসিবল গেইট আছে। সেখানে দুটা তালা লাগানো। সকালে কাজের বুয়া এলে বাচ্চাদের মা নিজে দরজা আর কলাপসিবল গেইট খুলে বুয়াকে ঘরে ঢুকান। তাহলে কিভাবে সম্ভব?
তদন্তে বাসায় পুলিশ এলো।
পুলিশ এসে লাশ নিয়ে গেলো পোস্টমর্টেম এর জন্য। তারা বাইরের কেউ ঘরে প্রবেশ করেছে এরকম কোনো চিহ্নও খুঁজে পেলেন না। নিউজ পত্রিকা আর টিভিতে নিউজ হলো। শহরের মানুষ অনেক চিল্লাচিল্লি করলো। ২টা কিশোরী মেয়েকে হত্যা করা হলো- অথচ পুলিশ আসামী ধরতে পারলো না। মানবাধিকার সংস্থাও খুব হইচই শুরু করলো। পুলিশ অবস্থা বেগতিক দেখে মেয়ের বাবা মাকে গ্রেফতার করলো। তারা বলল, মেয়ের বাবা মা'ই তাদের মেয়েদেরকে হত্যা করেছে। এদিকে মেয়ের বাপ মা বলছে, আমাদের মেয়ে আমাদের কলিজার টুকরা। আমরা জন্ম দিয়েছি। আদর ভালোবাসা দিয়ে বড় করছি। আমরা কেন খুন করবো!
মেয়েদের বাবা মাকে থানায় নিয়ে গিয়ে অনেক অত্যচার করা হলো।
পুলিশ তাদের খুব মারধর করলো। কিন্তু তবু মেয়ের বাপ মা বলল, আমাদের মেয়েকে আমরা হত্যা করিনি। নিজের সন্তানকে কোনো বাপ মা হত্যা করতে পারে! নিজের মেয়েদের হত্যা করে আমাদের লাভ কি? আপনারা বিনা কারনে আমাদের থানায় ধরে এনে অত্যাচার করছেন। দয়া করে আপনারা সত্যিকার অপরাধীকে খুঁজে বের করুন। পুলিশ মেয়ের বাবা মায়ের কোন কথা শুনলো না। তারা তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলো। আর বলল, তোমরা তোমাদের ২মেয়ে হত্যা করেছ এই কথা স্বীকার করলেই তোমাদের উপর অত্যাচার বন্ধ হবে।
অবশেষে কেস গেলো সিআইডি'র হাতে।
তারা তথ্য খুঁজ করে দেখলো- পুলিশ তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করে নি। পুলিশ হাতের কোনো ফিঙ্গার প্রিন্ট সনাক্ত করেনি। এমন কি লাশের ভালো করে ময়নাতদন্ত পর্যন্তও করা হয়নি। সিআইডি পুলিশের কাছে এই বিষয়ে জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। সিআইডি টিম ঘটনার স্থান ভালো করে পরিদর্শন করলো। কিন্তু তারাও কিছু পেলো না। কারন ঘটনার সময় পার হয়ে গেছে পুরো ২৫ দিন আগে। সিআইডি মেয়েদের বাপ মায়ের সাথে কথা বলল, বাপ মায়ের এক কথাই- আমরা খুন করিনি। আমাদের সন্তান হলো আমাদের জান কলিজা। আমরা নিজের আত্মাকে খুন করবো কোন দুঃখে?
মামলা কোর্টে উঠলো।
দীর্ঘদিন মামলা চললো। সিআইডি কোনো তথ্য দিতে পারলো না। পুলিশ যা বলেছে তাই কোর্ট মেনে নিলো। মেয়ের বাপ ছুরি দিয়ে তাদের ঘুমন্ত মেয়েদের গলা কেটে হত্যা করেছে। আর তাদের মা গলা কাটতে সহযোগিতা করেছে। এজন্য বিচারক মেয়েদের বাপকে ফাঁসির হুকুম দিলো। এবং মাকে যাবতজীবন কারাদন্ড দিলো। আদালতে মেয়ের বাপ মা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছে, আমরা আমাদের মেয়েকে হত্যা করি নি। এটা সম্ভব না। আমরা কেন আমাদের কলিজার টুকরাকে হত্যা করতে যাবো? এটা কোন ভাবে সম্ভব না। আদালত মেয়ের বাবা মায়ের কথা শুনেনি।
এখন আপনাদের কি মনে হয় কে করতে পারে খুন?
কে খুন করতে পারে? কেনই বা খুন করলো? আমার আত্নবিশ্বাস মেয়ের বাপ মা খুন করে নি।
(লক্ষ্মীপুর৭১ডটকম/রাজীবনুর)
স্টাফ রিপোর্টার : মহম্মদপুরে স্বামী জিয়া মুন্সির (২৫)লাঠির আঘাতে স্ত্রী মনিরা খাতুনের(১৮) মৃত্যু হয়। আজ শুক...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুরে আন্ধধার-মানিক এলাকায় দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় ওয়ার্ড যুবলী...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : আকিবুর রহমান (নড়াইল) নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে একটি হত্যার ঘটনায় বাড়িঘর ভাং...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নস্থ ৮নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল(২৩) এর মাস দু...বিস্তারিত
এনায়েত হোসাইন ভূঁইয়া মামুন(রায়পুর প্রতিনিধি) : রায়পুরে আপন ভাইকে হত্যাকারী এমরান হোসেন গ্রেফতার। গতকাল সোমবার রাতে রায়পুর থানার অফিসার ইনচার...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : নড়াইলের কালিয়ায় যুবক হত্যার ঘটনায় মামলা আকিবুর রহমান (নড়াইল প্রতিনিধি) নড়াইলের কালিয়া উপজেলার ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited