শিরোনাম
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) | ০৪:৫২ পিএম, ২০২০-১০-০৭
অমিত সূএধর ঃসাভার-আশুলিয়া প্রতিনিধি,
আজ দুপুরে সাভারের বিরুলিয়া ইঊনিয়ন এর ৬টি রাস্তার শুভ ঊদ্ভোধন করেন চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।এসময় আরো ঊপস্থিত ছিলেন মোঃনজরুল ইসলাম-সভাপতি,সাভার ঊপজেলা সেচ্ছাসেবকলীগ,মোঃ সেলিনা-মহিলা মেম্বার ৪,৫,৬ ওয়ার্ড সহ স্থানীয় পযার্য়ের নেতৃবৃন্দ।এসময় ৬টি রাস্তার কাজের শুভ ঊদ্ভোধন করা হয়।১--দওপাড়া আওলাদের দোকান থেকে আকবর আলীর বাড়ী পযন্ত ডাবল ইট সলিং,২--সাদুল্লাপুর ইদ্রিসের বাড়ী হতে মজিবরের বাড়ী পর্যন্ত রাস্তার ইট সলিং,৩--সাদুল্লাপুর বাজার হতে ভূমি অফিস পর্যন্ত ডাবল ইট সলিং,৪--খাগান মেইন রোড হতে ভূঁইয়া বাড়ী পযন্ত ইটের সলিং,৫--জিনজিরা মেইন রোড হতে কামালের বাড়ী পর্যন্ত ইটের সলিং,৬--দওপাড়া সামসুলের বাড়ী হতে লিটন পর্যন্ত মোট ৬টি রাস্তার মোট ৩৩৯০১৫৬টাকার কাজের শুভ ঊদ্ভোধন করা হয়।এলজিএসপি-৩ অর্থায়নে কাজ শেষ হবে।এসময় চেয়ারম্যান জানান,আগামী ১৫দিনের মাঝে এই রাস্তার কাজগুলো শেষ হবে।এছাড়াও আরো যে রাস্তাগুলো নষ্ট হয়েছে অতি দ্রুত সেগুলোর কাজও শুরু হবে।
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : ২য় বারের মতো মেয়র হাজী আব্দুল গনিকে বরন করলেন ৬নং ওয়ার্ডবাসী।আজ বিকেলে ৫ঘটিকায় সাভার পৌরসভার ৬নং ...বিস্তারিত
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : ২১ শে ফেব্রুয়ারি রবিবার দুপুরে সাভার পৌর এলাকার ১ নং ওয়ার্ডে পৌর কাউন্সিলর রমজান আহাম্মেদে...বিস্তারিত
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : ২১এর প্রথম প্রহরে সাভারে শহীদ সৃতি মিনার ঊদ্ভোধন করা হয়। এসময় ঊপস্থিত থাকেন ডাঃ এনামুর রহমান ...বিস্তারিত
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : ঊৎসাহ ঊদ্দীপনার মধ্য দিয়ে সাভারে সরস্বতী দেবির পূজা অনুষ্ঠিত হয়।আজ মঙ্গলবার সকালে সাভার ব...বিস্তারিত
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : সাভারে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মন্ডলের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আশু...বিস্তারিত
ঢাকা প্রতিনিধি(অমিত সুত্রধর) : পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ পাথর ভঙ্গার মিক্সার কারখানা। আজ সাভারের বিরুলিয়া...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited