শিরোনাম
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) | ০২:২২ পিএম, ২০২০-১০-১৫
যোগাযোগের অন্যতম একটি মাধ্যম ফেইসবুক যাহা দেশের সর্বোচ্চ ব্যাক্তি বর্গ থেকে শুরু করে সাধারণ মানুষসহ এদেশে অগণিত ব্যবহারকারী রয়েছে এই অন্যতম যোগাযোগ মাধ্যম ফেইজবুকের। খুব সহজেই এই মাধ্যমে একে-অন্যের সঙ্গে যোগাযোগ করা যায়।
কিন্তু এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি মাঝেমধ্যে ব্যবহারকারীদের গলার কাঁটা ও বিরক্তিকর হয়ে যায়। কেউ আবার হ্যাকারদের কবলেও পড়ে ব্ল্যাকমেইল এর শিকার হন।
সম্প্রতি সেই হ্যাকারের ফাঁদেই পড়েছে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মী আহাম্মদ কবির এর ফেইজবুক আইডিটি। সংবাদমাধ্যমকে এই খবরটি আহাম্মদ কবির নিশ্চিত করেছেন। জানাযায় ,উনার ব্যবহৃত আইডিটি হ্যাকড (ক্লোন)করে উনার নাম ও ছবি ব্যবহার করে চালাচ্ছে কে বা কারা। তারা উনার হয়ে বিভিন্ন জনের সঙ্গে চ্যাট করছে এবং টাকা-পয়সা চাচ্ছে।
জানাযায় অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে, ওইটা আসলে উনি নিজেই, কেউবা আবার বিষয়টি সন্দেহ মনে করে উনাকে ফোন করে অবগত করছেন । এই পরিস্থিতিতে কী উনি কী করবেন বুঝে উঠতে পারছেন না। ইতিমধ্যে উনি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
সাধারণ ডায়রী আলোকে জানাযায় উনি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আহাম্মদ কবির (৩৬)উনি তাহিরপুর উপজেলার একজন কর্মরত সাংবাদিক,গত (১৩,অক্টোবর) হইতে অজ্ঞাতনামা ব্যক্তি উনার Ahammad Kabir প্রোফাইল লিঙ্ক htt:\\www,Facebook, com/profile, php?id=100012507398183 আইডি হ্যাকড (ক্লোন) করে,উনার পরিচিত বিভিন্ন লোক ও পেইজবুক বন্ধুদের কাছে টাকা দাবী করে। উল্লেখিত লিঙ্কের মাধ্যমে উনার পরিচিত ও ফেইজবুক বন্ধুদের কাছে টাকা চাইয়া বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করতেছে,এতে সমাজে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। উনি অজ্ঞাতনামা ব্যক্তি সনাক্তকরণসহ উক্ত ফেইসবুক আইডিটি সনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এ বিষয়ে সাংবাদিক আহাম্মদ কবির বলেন আমি বিষয়টি আমার সহকর্মী সাংবাদিক ভাইদের মাধ্যমে বিষয়টা সবাইকে জানাতে চাই। যাতে আমার কোনো আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী বিভ্রান্ত না হন।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার এর কাছে জানতে চাইলে উনি বলেন এ বিষয়ে সাংবাদিক আহাম্মদ কবির থানায় একটি সাধারণ ডায়রী করেছেন,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর৭১অনলাইন : আহসান হাবীব। ভোলা, মেহেন্দিগঞ্জ,হিজলা, লক্ষ্মীপুর ও রায়পুরের দুর্গম চরাঞ্চল ও মেঘনার জেলেদের ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা সীমান্তে গাঁজা সহ একজন কে আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর জনপ্রিয় অনলাইন পোর্টাল আলোকিত নোয়াখালীর সম্পাদক আলা উদ্দিন এবং ন...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলী হোসেন(১৬) নামের এক কিশোর কে দুর্বৃত্তরা হ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : বাগতিপাড়ায় গাঁজাসেবন অবস্থায় সমকামী সায়েম বাবু সহ আটক-২ খাদেমুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) নাট...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেল ও আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন বিড়ির চালান সহ এক চোরাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited