শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ০৭:৩৯ পিএম, ২০২০-১০-১৮
সড়ক নাকি মরন ফাঁদ
ওয়াবদা খালের আকস্মিক ভাঙ্গনে সৃষ্ট জনদূর্ভোগ নেই কোন কর্তৃপক্ষের সু-দৃষ্টি। হরহামিশায় ঘটছে দূর্ঘটনা। বিচ্ছিন্ন প্রায় জকসিন থেকে ওয়াবদা অফিসের সড়ক যোগাযোগ ব্যবস্থা।
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের চাঁদখালী বাজার বেইল ব্রীজের দক্ষিণ পাড়ের মূল পটক প্রায় ওয়াবদা খালের গর্ভে।
গত ৩০ আগস্ট হঠাৎ ওয়াবদা ভাঙ্গনে নিমিষে তলিয়ে যায় ২ টি দোকান এবং প্রায়ই যোগাযোগ বিচ্ছিন্ন সড়ক ব্যবস্থা। ৪ চাকার কোন মালবাহী গাড়ি যাতায়াত করতে হয় ৮ কি.মি বিকল্প সড়ক ব্যবহার করে।
সরেজমিনে এ.ডিসি,ইউনও,পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা, এলজিডি কর্মকর্তা পরিদর্শন করে লাভ খাতা প্রায়ই শূণ্য। নেইনি কোন যথাযথ ব্যবস্থা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু জানান, পানি উন্নয়ন কর্মকর্তা শুধু ৫০০ খালি জিও ব্যাগ প্রদান করে যা বালুর অভাবে ডাম্পিং করা সম্ভব হয় নাই, কর্তৃপক্ষের কাছে বার বার গিয়েও পাইনি কোন সুফল।
মাননীয় সরকারের উন্নয়ন গুলো ব্যহত হচ্ছে কি যথাযথ কর্তৃপক্ষের সমন্বয়হীনতা অভাবে। নাকি যথাযত কর্তৃপক্ষ কোন বড় দূর্ঘটনার অপেক্ষা করতেছে।
স্থানীয় জনগনের দাবি যদি দ্রুত প্রদক্ষেপ গ্রহন না করে তাহলে অচিরেই দিনে কিংবা রাতের আধারে ঘটতে পারে দূর্ঘটনা। কিছু দিন পূর্বে একটি মালবাহী ইটের গাড়ি পড়ে যায় খালে যার কারনে ক্ষতির মূখে পড়েন বেলাল কন্টাকট্রর নামে এক ব্যাক্তি।
সংবাদ কর্মী রবিন হোসেন তাসকিনের ফেইজবুক ওয়াল থেকে সংগৃহীত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি । ------------------------------------------------------------- ট্রান্সপারে...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : আলী আজগর রবিন স্টাফ রিপোর্টরঃ লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা পবিত্র মাহে রমজানের চতুর্থ দিনে...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : রবিবার সদ্যপ্রয়াত হাসানুজ্জামান ভূঁইয়া সাবমিয়ার পরিবারের পক্ষ থেকে চাটখিলে এবং গ্রামের বাড়...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : মোঃ আরিফ হোসেন লক্ষষীপুর রামগঞ্জ উপজেলার জাফরনগর গ্রামে রোববার সকালে চিহিৃত দুস্কৃতিকারী রা...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : স্বাস্থ্যবিধি নিশ্চিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ১ হাজা...বিস্তারিত
লক্ষ্মীপুর৭১অনলাইন : কোথাও সাংবাদিক নির্যাতন, হামলা-মামলার ঘটনায় স্থানীয় প্রতি ১০ জনের ৩জন সরাসরি অপরাধীর পক্ষাবলম্বন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited