শিরোনাম
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) | ০৬:২৪ পিএম, ২০২০-১০-২৬
হিন্দু ধর্মালম্বীদের প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজা
পূর্ণার্থীর অঞ্জলি,আরতি আলোকসজ্জা সহ ঢাকের বাজনা সীমিত করে অনুষ্ঠানিকতা শেষে প্রতিমা অশ্রুসিক্ত নয়নে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তাহিরপুর টাঙ্গুয়ার হাওর পাড়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা।
অশুভ শক্তি নাশ করতে কৈশাল ছেড়ে মর্ত্যলোকে এসেছিলেন দেবী দুর্গা। ভক্তদের দু:খ দূর করে শান্তি বিলিয়ে দিয়ে।
আজ সোমবার(২৬অক্টোবর) ভক্তকুলকে কাঁদিয়ে গজে করে প্রস্থান করলেন জগতের মহাশক্তি মহামায়া ও দুর্গতিনাশিনী দেবীদুর্গা। অশ্রু সিক্ত নয়নে মাকে বিদায় জানিয়ে পূর্ণার্থীদের রোগ-শোকমুক্ত সুখী-সমৃদ্ধ জীবন পেতে দেবীর কাছ থেকে আশির্বাদ নেন ভক্তবৃন্দরা। প্রতিমা বিসর্জনের মাধ্যমে বিদায়ের বিচ্ছেদ সুর বেজে উঠে দেশের দ্বিতীয় রামসার সাইট হাওর পাড়ে ।
উল্লেখ্য যে চণ্ডীপাঠ বোধন এবং দেবীর অধিবাসের মধ্যদিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।গতকাল সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা এবং আজ সকালে দর্পণ ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল পাঁচ দিনের পূজার অনুষ্ঠানিকতা।
জানাযায় অদৃশ্য শক্তি করোনা মহামারির পরিস্থিতে, করোনার সংক্রমণ এড়াতে এ বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।তারি ধারাবাহিতায় উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে এবারের দুর্গোৎসবকে দুর্গা পুজা হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ।
সন্ধ্যায় আরতির পরই বন্ধ করে দেওয়া হচ্ছে পূজামণ্ডপ। পূজায় এবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতার আয়োজন হয়নি। জন-সমাগমের কারণে স্বাস্থ্যবিধি যেন ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রেখেই এবারের দুর্গা পূজায় আগেই প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়ের ইন্দ্রপুর গ্রামের অখিল দাশ বলেন এ বছর উপজেলায় ৩৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, তবে করোনা পরিস্থিতির কারণে, অনুষ্ঠান সীমিত করা হয়েছে।
ভিডিও লিঙ্ক
https://m.facebook.com/story.php?story_fbid=386678749362276&id=692723491078896
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুরের বড়দল গ্রাম সংলগ্ন প্রায় শতাব্দী সময় ধরে উন্মুক্ত কেন্দুয়া নদী হতে গরীব ও ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান কে সামনে রেখে তাহিরপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে উপ...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : বায়োবৃদ্ধ ভিক্ষুক চাঁন মিয়ার মেয়ের বিয়েতে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো দেশে...বিস্তারিত
আহাম্মদ কবির (সুনামগঞ্জ প্রতিনিধি) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited