শিরোনাম
লক্ষ্মীপুর৭১অনলাইন | ১২:০২ পিএম, ২০২০-১০-২৭
করোনার প্রাদুর্ভাবের কারণে এসএসসি পরীক্ষাও হচ্ছে না?
করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল-মাদ্রসা-কলেজগুলো। বাতিল করা হয়েছে চলতি বছরের প্রাথমিক সমাপনী, জেএসসি ও এইচএসসি পরীক্ষা। আসছে শীতে শুরু হচ্ছে করোনাভাইরাস এর দ্বিতীয় ভয়ংকর ঢেউ।
অন্যদিকে আটকে আছে এসএসসি পরীক্ষার্থীদের নির্বচনী পরীক্ষাও। ফলে এ নিয়ে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরাও আছেন দুশ্চিন্তায়। এ অবস্থার খুব একটা উন্নতি না হলে নেয়া হবে না পরীক্ষাও। তাই এসএসসি পরীক্ষা নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে তাদের মাঝে।
বিগত বছরের ধারবাহিকতায় সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। তার অন্তত তিন মাসে অনুষ্ঠিত হয় নির্বাচনী পরীক্ষা। তবে এ বছর অক্টোবর মাস শেষ হতে চললেও এখনো নির্বাচনী পরীক্ষা নেয়ার সম্ভবনাও তৈরি হয়নি। নির্বাচনী পরীক্ষা কবে হবে তা নিয়েও আছে অনিশ্চিয়তা। স্কুল মাদ্রাসা খোলার আগে নির্বাচনী পরীক্ষা নেয়াও সম্ভব হচ্ছে না।
এক ভার্চুয়াল ব্রিফিংয়ে 2021 খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা নিয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, করোনার এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও শিক্ষকদের সুরক্ষিত রাখাই মুখ্য। তবে, এ মুহুর্তে এ বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে যোগাযোগ করছি। এ বিষয়ে পরে জানানো হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলবে কি না, বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রী দীপুমনি জানান, আমরা টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে যোগাযোগ করছি। কিছু দেশে স্কুল খুলে দিয়েছিলো।তারা এখন বন্ধ করে দিচ্ছে। আর শীত নিয়ে সবারই মধ্যে ভয় কাজ করছে।কেননা শীতে করোনা ভাইরাস বেশী আক্রমণ করতে পারে।
এদিকে স্কুল-মাদ্রসা খোলার আগে নির্বাচনী পরীক্ষা নেয়া সম্ভব হবেনা বলে মন্তব্য করেছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মাদ জিয়াউল হক। তিনি বলেন, গত সাত থেকে আট মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত ছুটি। ফলে এটা নিয়ে আরো চিন্তা ভাবনা করতে হবে। এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব না।
করোনা ভাইরাস সংক্রমণের এ পরিস্থিতিতে চলতি বছর এসএসসি পরীক্ষা হচ্ছে না। জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না। এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
এদিকে এসএসসি পরীক্ষার্থীদের দাবি, তাদেরও পরীক্ষা ছাড়াই মূল্যয়ন করা হোক। যদিও পরীক্ষা না নিয়ে মূল্যায়নের তীব্র বিরোধিতা করেছেন শিক্ষাবিদরা।
লক্ষ্মীপুর৭১অনলাইন : স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ:- ময়মনসিংহের ত্রিশালে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার...বিস্তারিত
লোকমান হোসাইন( রামগঞ্জ উপজেলা) : করোনা ভাইরাসের ফলে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা আবারও দ্রুতই বেড়ে চলেছে। এ অবস্থায় সারাদেশে আবার...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : হামছাদী ইউনিয়নে মসজিদের মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ লক্ষ্মীপুর সদর উপজেলা ২নং দক্ষিণ হামছাদ...বিস্তারিত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ব্যুরো(রবিন হোসেন তাসকিন) : লক্ষ্মীপুর জেলা সেচ্চাসেবকলীগের সহ-সভাপতি মোনায়েম হোসেনের উদ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে। ...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : লক্ষ্মীপুরে আদর্শ মানব কল্যাণ এর উদ্যোগে মাস্ক বিতরণ। লক্ষ্মীপুর জেলার অন্যতম সেচ্ছাসেব...বিস্তারিত
ইসমাইল খাঁন সুজন (লক্ষ্মীপুর ) : লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের সেচ্ছাসেবক টিমের ৬ষ্ঠ তম (করোনার উপসর্গ) মৃত ব্যক্তির লাশ দাফন সম্পূ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 lakshmipur 71 | Developed By Muktodhara Technology Limited